ঢাকা রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, ১৭ই ভাদ্র ১৪৩২


নবীনগরে পূর্ব ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


৩০ আগস্ট ২০২৫ ২২:৩৮

সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে শনিবার (৩০ আগস্ট) বিকেলে মোহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

 

পূর্ব ইউনিয়ন কৃষকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. বিল্লাল মেম্বারের সভাপতিত্বে এবং ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব মো. সফিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কে এম মামুনুর রশিদ।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গত ১৫ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা কৃষকদের সার-বীজ লুটপাট করে গরিব থেকে আরও গরিব বানিয়েছে। অবশেষে লুটপাট করে দেশ ছেড়ে পালিয়েছে। অথচ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হয়েছে এবং তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার গঠন করলে কৃষকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে।”

 

সম্মেলনে উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সদস্য ও কৃষকদলের কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা মো. সাইফুল হক। প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মো. কামাল হোসেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. আল-আমিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন বাবুল, পৌর কৃষকদলের আহবায়ক মো. আনোয়ার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।