বরগুনায় বিএনপির কর্মকাণ্ডে ক্ষুব্দ হয়ে জামায়াতে যোগ দিলেন যুবদল নেতা

বরগুনায় বিএনপির কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে আমতলী উপজেলা যুবদল নেতা আবু বকর সিদ্দিক (জসিম) ফকির জামায়াত ইসলামে যোগদান করেছেন। শুক্রবার বিকালে বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ সড়কে উপজেলা জামায়াত ইসলামীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন। পরে তিনি জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় ফরম পুরণ করেন।
খোঁজ নিয়ে জানা যায়, আমতলী উপজেলার হাসপাতাল সড়কের আবু বকর সিদ্দিক (জসিম) ফকির ২০০৫ সালে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত হন। গত ১০ বছর ধরে তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এবং বরগুনা জেলা কৃষক দলের সহ-সভাপতি ও উপজেলা কৃষকদল আহবায়কের দায়িত্ব পালন করেছেন। গত ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার কারনে বিভিন্ন সময়ে ৮ টি মামলার আসামী হয়েছেন।
গত বছর ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর দলীয় কর্মকান্ড জোড়ালো ভালে শুরু করেন তিনি। কিন্তু দলের কিছু সিনিয়র নেতাদের বিতর্কিত কর্মকান্ডে ক্ষুব্ধ হন তিনি।
দলের সিনিয়র ওই সব নেতাদের অপরাধমূলক কর্মকান্ডের বিষয় হাই কমান্ডকে জানানো হলে তারা কোন ব্যবস্থা নেয়না। তাই তিনি ক্ষুব্ধ হয়ে বিএনপি দলের সকল পদ থেকে পদত্যাগ করেন। শুক্রবার তিনি জামায়াতে ইসলামী বাংলাদেশ দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বলেন, ২০ বছর যুবদল, কৃষক দলের রাজনীতিতে যুক্ত ছিলাম। কিন্তু দলের মধ্যে নিয়ম শৃঙ্খলা নেই। দলের সিনিয়র দানবীয় শক্তির কাছে উপজেলা বিএনপির ত্যাগী নেতারা জিম্মি। সত্য ও সততার ভিত্তিতে রাজনীতির জায়গা বিএনপিতে নেই। তাই আমি যুবদল, কৃষকদলসহ বিএনপির সকল পদ থেকে অব্যহতি নিয়েছি। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী দলের আদর্শ ও কর্মকান্ড আমাকে আকৃষ্ট করেছে। তাই আমি জামায়াতে ইসলামী দলের সদস্য ফরম পুরণ করে যোগদান করেছি।
জামায়াতে ইসলামীর আমতলী উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন বলেন, জামায়াত ইসলামী একটি শান্তিপ্রিয় ইসলামী রাজনৈতিক দল। যে কেউ আমাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দিতে পারেন। আজকে যুবদল নেতা আবুবকর সিদ্দিক (জসিম) ফকির আমাদের দলে যোগদান দিয়েছেন।
আমতলী উপজেলা যুবদল আহবায়ক কবির উদ্দিন ফকির বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, এ দলকে কেউ ভালোবেসে যোগদান করবে আবার কেউ সুফল ভোগ করতে না পেরে চলে যাবে। তাতে বিএনপির কিছুই আসে যায় না। তিনি আরো বলেন, উপজেলা বিএনপির কোন নেতাকর্মী অনৈতিক কোন কর্মকান্ডে জড়িত নয়।