ঢাকা বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫, ৫ই অগ্রহায়ণ ১৪৩২


তারেক রহমানের পক্ষ থেকে আবু সাঈদের পরিবারকে উপহার


২৯ সেপ্টেম্বর ২০২৪ ২২:০১

ফাইল ফটো

কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শহিদ পরিবারকে দীর্ঘমেয়াদি সহায়তার জন্য একটি গাভী, একটি সেলাই মেশিন এবং নগদ এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে তারেক রহমানের পক্ষ থেকে।

 

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তারেক রহমানের উপহার আবু সাঈদের পরিবারের কাছে হস্তান্তর করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

 

এ সময় আমিনুল হক বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহিদ আবু সাইদের পরিবারের জন্য উপহার পাঠিয়েছেন দেশনায়ক তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপহার সামগ্রী সাঈদের পরিবারের হাতে তুলে দিতেই আমাদের এখানে আসা। জুলাই হত্যাকাণ্ডের সব হত্যার বিচার দ্রুত সম্পন্ন হোক।

 

শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তার পরিবারের হাতে উপহার তুলে দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক, আনোয়ারুজ্জামান আনোয়ার, আকতার হোসেন, আতাউর রহমান, মোস্তফা জামান, মোস্তাফিজুর রহমান সেগুন, ফেরদৌসী আহমেদ মিষ্টি প্রমুখ।