ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


‘ভিসা চাইতে পারেন শেখ হা‌সিনা’


৩১ আগস্ট ২০২৪ ২১:০১

ফাইল ছবি

ছাত্র-জনতার অভ‌্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে বর্তমানে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। এখন ভারতের কাছে প্রধানমন্ত্রীকে প্রত্যর্পণের অনুরোধ করতে পারে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনও আন্তর্জাতিক গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন।

এমন অবস্থায় শেখ হা‌সিনা ভারত বা অন‌্য কোনো দেশে রাজনৈ‌তিক আশ্রয় চাইবেন কিনা সেই প্রশ্ন উঠেছে। সিলেট সি‌টি কর্পোরেশনের সদ‌্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শ‌নিবার (৩১ আগস্ট) এমন প্রশ্ন করা হলে তিনি কোনো মন্তব‌্য করতে চাননি।

 

যুক্তরাজ‌্য যুবলীগের সি‌নিয়র নেতা জামাল আহমেদ খান অবশ্য বলছেন, আমি দা‌য়িত্ব নিয়ে বল‌ছি- শেখ হাসিনা ভার‌ত বা অন‌্য কোনো দে‌শে রাজনৈতিক আশ্রয় চাইবেন না। তি‌নি অন্তবর্তীকালীন কিছু সময়ের জন‌্য ভিসা চাইতে পারেন।

 

অন‌্য একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বা‌তিল করলেও তার সঙ্গে অন‌্য এক‌টি বাংলাদেশি পাসপোর্ট রয়েছে। সেই পাসপোর্টেই তিনি ভিস‌া আবেদনের জন‌্য ব‌্যবহার করতে পারেন। তবে এই নবা‌য়িত পাসপোর্টটির ব‌্যাপা‌রে আর কোনো তথ‌্য জানা যায়নি।

 

যুক্তরাজ‌্য আওয়ামী লীগ সভ‌াপ‌তি সুলতান মাহমুদ শরীফ শ‌নিবার এক প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিন‌ার সঙ্গে এ কয়‌দিনে কোনো যোগাযোগ হয়নি।