ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ কর্মসূচি: প্রথম দিনে নগদ সংগ্রহ ১৪ লাখ টাকা


২৩ আগস্ট ২০২৪ ০৮:১৯

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচিতে প্রথম দিনে নগদ তহবিল সংগ্রহ দাঁড়িয়েছে ১৪ লাখ ৬০ হাজার ১৭৩ টাকা।

বৃহস্পতিবারের কর্মসূচি শেষে বিষয়টি নিশ্চিত করেছে প্লাটফর্মটির অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শুক্রবারও সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ‘গণত্রাণ’ সংগ্রহ কর্মসূচি চলবে বলেও জানিয়েছেন তিনি।

 

এর আগে বিকালে সরেজমিনে দেখা যায়, বিভিন্ন জায়গা থেকে মানুষ টিএসসিতে এসে বিভিন্ন ত্রাণসামগ্রী দিয়ে যাচ্ছেন।

প্যাকেট-বস্তাভর্তি চিড়া, মুড়ি, বিস্কুটসহ বিভিন্ন শুকনা খাবার নিয়ে আসছেন তারা। খাবার স্যালাইনের মতো জরুরি সামগ্রীও আনতে দেখা গেছে। এসব সামগ্রী সংগ্রহ করে টিএসসির অভ্যন্তরে মজুদ করা হচ্ছে। নগদ অর্থও গ্রহণ করা হচ্ছে এ কর্মসূচিতে।

 
 

এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে ক্যাম্পাস এলাকাসহ আবাসিক হলে হলে বন্যার্তদের সহায়তার জন্য তহবিল সংগ্রহ করছেন। বিভাগে বিভাগেও শিক্ষার্থীরা একই ধরনের কর্মসূচি চালাচ্ছেন।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যার্তদের জন্য এসব সামগ্রী ও তহবিল সংগ্রহ করছেন শিক্ষার্থীরা।