ভাঙচুর-লুটপাটের প্রতিবাদ ও হিন্দুদের নিরাপত্তার দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
ভাঙচুর-লুটপাটের প্রতিবাদ এবং হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার দাবিতে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয়তাবাদী দল বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত খুনি হাসিনা সরকার বিরোধী আন্দলনের সময় হত্যাকান্ডে যারা জড়িত তাদের বিচার করতে হবে। তিনি নেতা কর্মীদের উদ্দ্যেশে বলেন, কেন্দ্রীয় সকল নিদের্শনা মেনে চলতে হবে। কোন প্রকার সহিংশতা করা যাবেনা। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য কাজ করতে হবে।
দলে অনুপ্রবেশ কারীদের সম্পর্কে সজাগ থাকতে হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আ. হাই হাওলাদার, সদস্য সচিব মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপি’র সদস্য মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন মিঠু, মনোয়ার হোসেন পলাশ, উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম মল্লিক, সদস্য সচিব মো, শামীম হাওলাদার, শ্রমিক দলের সভাপতি ঈমান আলী বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিএনপির নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের সহ অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে তাদের নিরাপত্তার নিশ্চিত করার লক্ষে মতবিনিময় সভা করেন। এসময় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস বলেন, এদেশের বি এনপির আমলে আমরা সবচেয়ে ভাল ছিলাম।