ঢাকা মঙ্গলবার, ১৮ই নভেম্বর ২০২৫, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২


পুরো আগস্ট মাসে কালো ব্যাচ পরতে হবে শিক্ষক-কর্মচারীদের


১ আগস্ট ২০২৪ ১২:১৫

ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কর্মসূচির অংশ হিসেবে সব শিক্ষক-কর্মচারীদের মাসব্যাপী কালো ব্যাচ ধারণ করতে হবে।

বুধবার (৩১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জন্য কোনো কর্মসূচি দেওয়া হয়নি। চিঠিতে বলা হয়েছে, অন্যান্য কর্মসূচি পরে জানানো হবে।

চিঠিতে আরও বলা হয়েছে, আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে  মাউশি অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালন করার জন্য নির্দেশ দেওয়া হলো।