ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


মুন্সীগঞ্জে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা, আহত ১০


১৭ জুলাই ২০২৪ ১৪:৪১

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আন্দোলনকারী আহত হয়েছে।

 

বুধবার (১৭ জুলাই) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।

আন্দোলনকারী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনকারী শিক্ষার্থীরা মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকার মুক্তিযুদ্ধের ভাস্কর্য অঙ্কুরিতযুদ্ধ চত্বরে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে। এ সময় সড়কের অপর পাশে অবস্থান নেওয়া ছাত্রলীগ কর্মীরা লাঠি-সোঁটা ও হকিস্টিক নিয়ে আকস্মিক আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ছাত্ররা অবস্থান নিয়ে সড়কে অচলাবস্থা সৃষ্টি করে। এতে এক পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ছাত্রদের ওপরে হামলার বিষয়ে তিনি বলেন, কে বা কারা হামলা করেছে বিষয়টি নিশ্চিত নয়। কয়েকজন আহত হয়েছে বলে তিনি জানান।