ঢাকা সোমবার, ১৭ই নভেম্বর ২০২৫, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২


সঞ্চয়পত্র বিক্রিসহ ৫ সেবা বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক


১৭ নভেম্বর ২০২৫ ১৫:৪৭

সংগৃহীত

সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি করবে না বাংলাদেশ ব্যাংক। আগামী ৩০ নভেম্বর থেকে এর পাশাপাশি গ্রাহক পর্যায়ে ছেঁড়া-ফাটা নোট বদল, সরকারি চালান সেবা এবং চালান-সংক্রান্ত ভাংতি টাকা দেয়া— এই সেবাগুলোও বন্ধ করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথমে মতিঝিল অফিসে এই সিদ্ধান্ত কার্যকর হবে, পরে অন্যান্য শাখায়ও এ ধরণের সেবা মিলবে না।

 

মূলত, বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে এসব সেবা দিতে পারে, সে জন্য তদারকি বাড়ানোর কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সঞ্চয়পত্রে গ্রাহকের বড় বিনিয়োগ থাকলেও নিরাপত্তা ও নীতিগত কারণেই এ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের বাণিজ্যিক সেবা দেয়া উচিত নয়— এটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। তবে সেবা বন্ধের ফলে যেন বাণিজ্যিক ব্যাংকে জনগণের ভোগান্তি না বাড়ে, সে বিষয়ে নজর দিতে হবে।

 

বাংলাদেশ ব্যাংক বলছে, বিশ্বের কোথাও কেন্দ্রীয় ব্যাংক সরাসরি গ্রাহক কাউন্টার সেবা চালায় না। তাই নিরাপত্তা বিবেচনায় গ্রাহকসেবা বন্ধ হলেও ইএফটিএন ব্যবস্থায় সঞ্চয়পত্রের সুদ-আসল পরিশোধসহ অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া সক্রিয় থাকবে।