ঢাকা সোমবার, ১৭ই নভেম্বর ২০২৫, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২


সৌদি আরবে বাস দুর্ঘটনা: ৪২ ভারতীয় ওমরাহযাত্রীর মৃত্যুর শঙ্কা


১৭ নভেম্বর ২০২৫ ১৫:৪৮

সংগৃহীত

সৌদি আরবের মদিনার কাছে একটি বাস দুর্ঘটনায় অন্তত ৪৫ জন ভারতীয় উমরা যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মক্কা থেকে মদিনার দিকে যাওয়ার সময়, মুফরিহাত এলাকায় একটি বাস ডিজেল ট্যাংকারের সঙ্গে সংঘর্ষের পর বিশাল আগুন লাগে।

 

স্থানীয় সূত্রের বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, নিহতদের বেশিরভাগই হায়দ্রাবাদের বাসিন্দা। এই হতাহতের ঘটনায় দেশের বিভিন্ন স্তরে শোকের ছায়া নেমে এসেছে।

 

রিয়াদে ভারতীয় দূতাবাস এবং জেদ্দার কনসুলেট সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়, স্থানীয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট উমরা পরিচালকদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। দুর্ঘটনাস্থল ও হাসপাতালে সাহায্যের জন্য কনসুলেটের কর্মীরা ও ভারতীয় কমিউনিটি স্বেচ্ছাসেবকরা সক্রিয়ভাবে কাজ করছেন।

 

তেলেঙ্গানা রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ করে নিহতদের পরিবারদের সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে।

 

 

এই দুর্ঘটনার জন্য ভারতীয় কনসুলেট গভীর শোক প্রকাশ করেছে এবং নিহত পরিবারদের প্রতি সমবেদনা জানিয়েছে। দুর্ঘটনার বিস্তারিত তথ্য ও সাহায্যের জন্য কনসুলেটের হেল্পলাইন নম্বর ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।