ঢাকা মঙ্গলবার, ৩০শে এপ্রিল ২০২৪, ১৮ই বৈশাখ ১৪৩১


দুটি ট্রেনের সংঘর্ষ: সাড়ে ৬ ঘণ্টা পর ঈশ্বরদীতে ট্রেন চলাচল স্বাভাবিক


২৭ মার্চ ২০২৪ ১০:৫৪

সংগৃহিত

পাবনার ঈশ্বরদীতে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত দুই লাইনের মধ্যে একটি লাইনের মেরামত শেষ হলে সকাল সোয়া ৬টার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। আর ক্ষতিগ্রস্ত আরেকটি লাইনের কাজ চলছে।

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সিনিয়র সহকারী সংকেত প্রকৌশলী, সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর সমন্বয়ে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ দুর্ঘটনায় প্রাথমিকভাবে ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান শাহ সূফী নুর মোহাম্মদ।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে পাবনার ঈশ্বরদীতে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ইঞ্জিন ও দুটি বগির ৮ চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে অন্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।