ঢাকা রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


বাংলাদেশে জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি


২৬ মার্চ ২০২৪ ১৯:৩৭

সংগৃহীত

বাংলাদেশে জ্বালানি খাতে বিপুল পরিমাণে বিনিয়োগ করবে সৌদি আরব। এ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশন (আইটিএফসি) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে ১.৪ বিলিয়ন ডলার প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রয়টার্স।

সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অংশ আইটিএফসি বলেছে যে, বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই অর্থায়ন করা হয়েছে।

এসপিএ জানিয়েছে, 'এই চুক্তিটি দুই পক্ষের মধ্যে সফল দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের একটি প্রমাণ এবং অর্থায়ন পরিকল্পনা দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য শক্তি নিরাপত্তা নিশ্চিত করবে।'

সম্প্রতি যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, তাতে সৌদি সরকারের প্রতিনিধি হিসেবে আইটিএফসি এবং বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে দেশের জ্বালানি তেল আমদানি ও বিপণন বিষয়ক কর্তৃপক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি এসপিএ।

নতুন সময়/এএম


বাংলাদেশ, জ্বালানি খাত, বিনিয়োগ, সৌদি আরব, সৌদি প্রেস এজেন্সি