ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


বনানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে


২৪ মার্চ ২০২৪ ২০:২৭

সংগৃহীত

রাজধানীর বনানীতে গোডাউন বস্তিতে লাগা আগুন প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (২৪ মার্চ) বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ারের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। এর আগে ৪টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির বিবরণ এখনো জানায়নি ফায়ার সার্ভিস। তবে আগুন বেশ কিছু কাঁচা ঘর পুড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এসব ঘটনায় নাশকতার কোনো যোগসূত্রতা পাওয়া যায়নি।

নতুনসময়/এএম


রাজধানী, বনানী, গোডাউন, বস্তি, আগুন, নিয়ন্ত্রণ