ঢাকা বুধবার, ২০শে আগস্ট ২০২৫, ৬ই ভাদ্র ১৪৩২


গুলশানে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট


২৩ মার্চ ২০২৪ ১৭:০৫

সংগৃহীত

রাজধানীর গুলশান-১ নম্বরে এ ডব্লিউ আর টাওয়ারের দশম তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

শনিবার (২৩ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফে আল ফারুক।

তিনি জানান, গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। চারটি ঘটনাস্থলে আর দুটি পথে। তবে এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, গুলশান এক নম্বরে ডব্লিউ আর টাওয়ারের ১৭ তলা ভবনের ১০ তলায় আগুনের সূত্রপাত ঘটে।

রাফে আল ফারুক আরও জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া আগুন লাগার কারণ সম্পর্কেও তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।

নতুনসময়/এএম


রাজধানী, গুলশান, আগুন, নিয়ন্ত্রণ, ফায়ার সার্ভিস