ঢাকা সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১


খোলা বাজারে ৫০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ


১৭ মার্চ ২০২৪ ২২:৩৫

সংগৃহীত

সরবরাহ বাড়ায় ও আমদানির খবরে অবশেষে কমছে পেঁয়াজের দাম। বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। এছাড়াও ফুটপাতের দোকানগুলোতে ও মহল্লার ভ্যান গাড়িতে হাঁক-ডাক দিয়ে ৫০ টাকাতেও বিক্রি হতে দেখা গেছে।

রোববার (১৭ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। রাজধানীর সবুজবাগ বাজারে দেখা যায়, অনেক দোকানেই পেঁয়াজের পসরা সাজিয়ে বসেছে।

দাম কিছু কমে আসায় ক্রেতারাও কিনছেন খুশি মনে। কেউ এক কেজি, দুই কেজি কেউবা আবার কিনছেন পাঁচ কেজি পেঁয়াজ।

পেঁয়াজ কেনার সময় এক ক্রেতা বললেন, দুই দিন আগে ৯০ করে কিনেছি, আজ তা ৬০ টাকা।

আরেক ক্রেতা বলেন, সারা বছর ভুগাইল এই পেঁয়াজ। এখন দাম কমছে। এতদিন খুব কম করে কিনছি। আজ দুই কেজি কিনলাম।

দাম কমার ফলে বিক্রি বেড়েছে বিক্রেতাদেরও। রাজধানীর কমলাপুর ফুটওভার ব্রিজে ৬০ টাকা হাঁকডাক দিয়ে পেঁয়াজ বিক্রি করছিলেন এক বিক্রেতা। পাশেই আরেকজন বিক্রি করছেন ৫০ টাকা।

তিনি বলেন, পাইকারিতে দাম কমেছে। তাই কম দামে দেওয়া যাচ্ছে। বিক্রিও ভালো হচ্ছে। দাম বেশি থাকলে মানুষ কম কিনে। লাভও কম হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে প্রচুর সরবরাহ থাকায় দাম কমতে শুরু করেছে পেঁয়াজের। আবার ভারত থেকে আমদানির খবরে দাম কমার ভয়ে সবাই পেঁয়াজ ছেড়ে দিচ্ছেন বাজারে।

দেশের বিভিন্ন পাইকারি বাজারে পেঁয়াজ ১৪০০ থেকে ১৬০০-১৭০০ টাকা প্রতি মন বিক্রি হয়েছে।

কয়েক মাস আগে হঠাৎ করেই বাড়তে থাকে পেঁয়াজের দাম। নতুন পেঁয়াজ বাজারে আসার পরও প্রতি কেজি ১০০ টাকার উপরে বিক্রি হয়েছিল দীর্ঘদিন ধরে। এ নিয়ে চলে আলোচনা সমালোচনা। অবশেষে কমছে রান্নায় বহুল ব্যবহৃত এই পণ্যের দাম।

নতুনসময়/এএম


সরবরাহ, আমদানি, পেঁয়াজ, বাজার, পাইকারি, রাজধানী