ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত, আহত ৩০


১৭ মার্চ ২০২৪ ১৬:৩৬

ছবি : নতুন সময়

কুমিল্লায় বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুতের ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি।

ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগের লক ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার (১৭ মার্চ) দুপুরে নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের তেজের বাজার এলাকায় বিজয় এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির নয়টি বগি লাইনচ্যুত হয়।

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণে চট্টগ্রামের সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, এ পর্যন্ত ৩০ জনের মতো আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। আহতদের হাসপাতালে পাঠানো হচ্ছে। দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে।

দুর্ঘটনার পর ট্রেনটির নয়টি বগি লাইন থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রশাসনের লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে।

নতুনসময়/এএম


কুমিল্লা, বিজয় এক্সপ্রেস, ট্রেন, লাইনচ্যুত, প্রাণহানি, রেলওয়ে