ঢাকা শনিবার, ১৯শে জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২


হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া


৪ মে ২০২৩ ২৩:৩৮

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে ভর্তির পাঁচদিন পর গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসার উদ্দেশে রওনা হন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে।

হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ শর্মিলা রহমান।

সবশেষ চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি এভারকেয়ারে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।