ঢাকা মঙ্গলবার, ১৬ই এপ্রিল ২০২৪, ৪ঠা বৈশাখ ১৪৩১


ব্যর্থতাগুলো খুঁজে দিন, সংশোধন করে নেব: প্রধানমন্ত্রী


২৬ জানুয়ারী ২০২৩ ১০:২৯

ব্যর্থতা থাকলে তা খুঁজে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যর্থতা খুঁজে দিলে সংশোধন করে নেবেন বলেও জানান তিনি।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম জানতে জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সফলতা কী, ব্যর্থতা কী—এটা যাচাই করবে জনগণ। এটা যাচাই করা আমার দায়িত্ব না। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করলে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। তাই প্রধানমন্ত্রী হিসেবে সফল না ব্যর্থ তা দেশের মানুষই বিচার করবে।

জনগণের জন্য কাজ করাই তার একমাত্র লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি।

এসময় ফখরুল ইমামের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মাননীয় সদস্যর যখন এতই আগ্রহ তাহলে আমার ব্যর্থতাগুলো আপনিই খুঁজে বের করে দিন। আমি সংশোধন করে নেব।’

সফলতা নয়, মানুষের কল্যাণেই কাজ করে যাবেন বলে এ সময় উল্লেখ করেন শেখ হাসিনা।

আইকে