ঢাকা রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


জেলা প্রশাসকদের জনগণের সেবক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


২৪ জানুয়ারী ২০২৩ ২৩:০৯

আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে জনগণের সেবক হিসেবে কাজ করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শুধু চাকরি করলেই হবে না, জনসেবাও করতে হবে। দেশের মানুষের প্রতি কর্তব্যবোধ ছাড়া সফল হওয়া যায় না বলেও এসময় মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) তিনদিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড না আসলে দেশ আরও এগিয়ে যেতো। করোনাকালে জেলা প্রশাসকদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন শেখ হাসিনা।

জানা গেছে, এবারের সম্মেলনে মোট ২৬টি অধিবেশন থাকবে। এর মধ্যে ২০টি অধিবেশন থাকবে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে। এসব অধিবেশনের জন্য জেলা প্রশাসকেরা মোট ২৪৫টি প্রস্তাব জমা দিয়েছেন। সম্মেলন শেষ হবে ২৬ জানুয়ারি।

আইকে