ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


প্রধানমন্ত্রীর সঙ্গে সন্তানদের নিয়ে সাক্ষাৎ করেছেন এমপি একরাম


১৭ জানুয়ারী ২০২৩ ০৯:১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন নোয়াখালী সদর আসনের এমপি একরামুল করিম চৌধুরী।

এসময় একরামের সঙ্গে ছিলেন তার পুত্র ব্যবসায়ী শাবাব চৌধুরী, কন্যা ব্যারিস্টার জেরিন চৌধুরী ও শাবাবপত্নী সুমরান নাহিদ।

এ সাক্ষাৎকার একান্ত ব্যক্তিগত বলে জানা গেছে।

আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কক্ষে তারা সাক্ষাৎ করেন। এসময় একরাম তার সন্তানদের সঙ্গে প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন ও তাদের পেশাগত অবস্থানের কথা জানান এবং তাদের সফলতার কথা তুলে ধরেন।

আইকে