ঢাকা বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ৩রা আশ্বিন ১৪৩২


ডোনাল্ড লু চাপ দিতে আসেনি, এ রকম শঙ্কাও নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


১৭ জানুয়ারী ২০২৩ ০২:৫৮

ডোনাল্ড লু কোনো চাপ দিতে আসেনি। ভবিষ্যতেও এ রকম কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও জানিয়েছেন, শিগগিরই উঠে যাবে র‍্যাবের নিষেধাজ্ঞা। কিছু প্রক্রিয়াগত কারণে সময় লাগছে। বাংলাদেশে সফর করা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এমন আশাবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনেক সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আইকে