ঢাকায় আসছেন আইএমএফের ডিএমডি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আন্তোয়েনেট মনসিও সায়েহ ৫ দিনের সফরে ঢাকায় আসছেন।
অর্থ বিভাগের একটি সূত্র জানায়, শনিবার (১৪ জানুয়ারি) তিনি ঢাকায় আসবেন। তার সফরে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণচুক্তি চূড়ান্ত করা হতে পারে।
জানা গেছে, ঢাকায় সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, অর্থসচিব ফাতিমা ইয়াসমিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খানের সঙ্গে সাক্ষাৎ করবেন আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক।
গত জুলাই মাসে বাংলাদেশ সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের আবেদন করলে তা শর্তসাপেক্ষে দিতে রাজি হয় সংস্থাটি।
এদিকে, গত অক্টোবরে ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে একটি দল আইএমএফের সঙ্গে দেখা করে। সে বৈঠক শেষে গভর্নর জানিয়েছিলেন, বাংলাদেশ আইএমএফ থেকে ঋণ পাবে।
পরে গত বছরের ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত ঢাকায় দুই সপ্তাহে একাধিকবার বৈঠক করে আইএমএফের একটি দল।
আইকে