ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


দেশের মানুষ ও আন্তর্জাতিক মহল সুষ্ঠু নির্বাচন চায়: মোশাররফ


১৬ ডিসেম্বর ২০২২ ২২:৪০

বিএনপির ডাকা যুগপৎ আন্দোলনে কে আসবে, না আসবে এ ব্যাপারে কোনও বক্তব্য নেই বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘দেশের মানুষ আগামীতে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। আন্তর্জাতিক বিভিন্ন মহলও সুষ্ঠু নির্বাচন চায়।’

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা যে ১০ দফা ঘোষণা করেছি এখানে এমন কোনও দফা নেই যেটা জনগণ চায় না। জনগণের দাবিকে আমরা দফায় রূপান্তর করেছি। আর যুগপৎ আন্দোলনের কথা আমরা ঘোষণা করেছি। আমাদের যুগপৎ আন্দোলনে কে আসবে, না আসবে- এ ব্যাপারে আমরা তো কোনও বক্তব্য রাখতে পারি না। আমাদের বক্তব্য থাকে না।’

বিএনপির স্থায়ী কমিটির এই জ্যেষ্ঠ সদস্য বলেন, ‘আমরা যুগপৎ আন্দোলনের কথা বলেছি। যারা এই সরকারের বিদায় চায়, যারা এই দেশে গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠা করতে চায়। যারাই হোক, যেকোনও ব্যক্তি, গোষ্ঠী, দল যদি এই ইস্যুতে একমত হয়ে তারা নিজ নিজ জায়গা থেকে আন্দোলন করে; তাহলে আমরা তো তাদের নিষেধ করতে পারবো না।’

খন্দকার মোশাররফ বলেন, ‘আজ ৫১ বছর পরে বলতে হয় মুক্তিযুদ্ধের সেই চেতনা সম্পূর্ণ ভুলণ্ঠিত। দেশে গণতন্ত্র নেই। দেশের অর্থ বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। এরই জন্য আজকে আমাদের অর্থনীতি ধ্বংসপ্রায়। আমাদের দেশের মানুষ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে দিশেহারা।

বিএনপির এই নেতা বলেন, আমাদের দলের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা। উনি আজকে কারাগারে। আমাদের মির্জা আব্বাস সাহেব কারাগারে। আজকে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কারাগারে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদসহ আমাদের হাজারো নেতাকর্মী কারাগারে রয়েছেন।

‘১০ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে আজকে তারা কারাগারে। এই সরকার যে দমন নীতির সরকার, তাদের সেই নগ্ন চরিত্রের বহিঃপ্রকাশ পেয়েছে।’

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আইকে