ঢাকা বৃহঃস্পতিবার, ৩রা জুলাই ২০২৫, ২০শে আষাঢ় ১৪৩২


২০ ডিসেম্বর থেকে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া হবে


১৬ ডিসেম্বর ২০২২ ০১:৪১

২০ ডিসেম্বর থেকে সারাদেশে করোনা টিকার চতুর্থ ডোজ দেয়া হবে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে।

তৃতীয় ডোজ টিকা নেয়ার পর ৪ মাস হয়েছে এমন ষাটোর্ধ্ব, গর্ভবতী, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত এবং সম্মুখ সারির যোদ্ধারা পাবেন ৪র্থ ডোজের টিকা।

সারাদেশের সিটি করপোরেশন, জেলা উপজেলা, পৌরসভা পর্যায়ে অবস্থিত সব স্থায়ী কোভিড ভ্যাকসিনেশন সেন্টারের চলমান বুথে ৪র্থ ডোজ ভ্যাকসিন দেয়া শুরু হবে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, লক্ষ্যমাত্রা মোট জনসংখ্যার ৭০ শতাংশের বেশি মানুষ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন। আর দ্বিতীয় ডোজের বিপরীতে তৃতীয় ডোজ নিয়েছেন ৪৭ দশমিক ৬ শতাংশ। ২০২১ সালে দেশে শুরু হয় করোনা টিকা দেয়ার কার্যক্রম।

আইকে