ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


বিদেশি দূতাবাসে কেন চিঠি দিয়েছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


১৪ ডিসেম্বর ২০২২ ০৮:৫১

রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত ৭ ডিসেম্বর দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে ঢাকায় থাকা বিদেশি দূতাবাসগুলোতে চিঠি দিয়েছে সরকার।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেওয়া সেই চিঠির ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে তিনি কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘এটা নতুন কিছু নয়। বাংলাদেশে ও রাজধানীতে বড় কিছু ঘটলে আমরা সবাইকেই জানিয়ে রাখি। এটা একবারে স্বাভাবিক কূটনৈতিক প্র্যাক্টিসের মধ্যেই পড়ে। এটা অতীতেও হয়েছে।’

শাহরিয়ার আলম বলেন, ‘১০ ডিসেম্বররে পর থেকে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বিভিন্ন অ্যাম্বাসিতে যাচ্ছেন। আমাদের কাছে তথ্য আছে। বিভিন্ন কূটনৈতিকদের সঙ্গে তারা দেনদরবার করছেন। আমরা কোনো ব্রিফিং বা অন্য কিছু করতে চাইনি। আমরা শুধু ইনফরমেশনগুলো দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে যারা বিদেশি অ্যাম্বাসেডর আছেন, গতকাল তাদের আমরা প্রেস নোট পাঠিয়েছি। সেটারই কপি আমরা এখানেও দিয়েছি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘১০ ডিসেম্বর জনসভার জন্য নয়াপল্টনকে অনুমোদন দেওয়া হয়নি। তার তিন দিন আগে থেকেই তারা দখল করার চেষ্টা করেছে। তাদের সাধুবাদ জানাই, তারা গোলাপবাগ মাঠ তারা বেছে নিয়েছে। এ বিষয়গুলো আমরা দূতাবাসগুলোকে জানিয়েছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘১০ ডিসেম্বরে ও ৭ ডিসেম্বরে কী ঘটেছিল—আপনারা সেটা খুব ভালো করে জানেন। স্বরাষ্ট্রমন্ত্রী অনেকবার আপনাদের বলেছেন, ডিএমপি কমিশনার বলেছেন আরও অন্যরা বলেছেন। কোনোভাবেই বিএনপির কোনো সমাবেশে যাতে বিশৃঙ্খলা না হয়, সেই চেষ্টা সরকার করেছে। ঢাকাতেও সেটা করা হয়েছে, যেটা আপনারা অন্য বিভাগগুলোতেও দেখেছেন। কিন্তু তারা সে নির্দেশনা না মেনে অতি উৎসাহী হয়ে ৭ তারিখ থেকে রাস্তাঘাট ব্যারিকেড দিয়ে দখলের চেষ্টা করেছে।’

আইকে