ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


রাজধানীতে চালু হচ্ছে নগর পরিবহনের নতুন ২ রুট


১৪ ডিসেম্বর ২০২২ ০৪:৩৭

২০২৩ সালের এপ্রিল থেকে রাজধানীতে বাস রুট রেশনালাইজেশনের আওতায় আরও দুটি নতুন রুট চালু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রধান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নগরভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৫তম সভা শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, পূর্বঘোষিত রুট হিসেবে ২৩ নম্বর আগামী ৩১ জানুয়ারি থেকে ১০০টি নতুন বাস নিয়ে যাত্রা শুরু করবে। ২৩ নম্বর রুটটি হবে ঘাটারচর থেকে মোহাম্মদপুর, শ্যামলী, দৈনিক বাংলা হয়ে কাঁচপুর পর্যন্ত। আর ২৪ নম্বর রুট হবে ঘাটারচর মিরপুর ১০ থেকে কালশী হয়ে আবদুল্লাহপুর পর্যন্ত। এ ছাড়া ২৫ নম্বর রুট ঘাটারচর থেকে মহাখালী হয়ে যাবে আবদুল্লাহপুর পর্যন্ত।

বাস রুট রেশনালাইজেশ কমিটির ২৫তম বৈঠকে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আইকে