ঢাকা মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


বিএনপির ৬ শূন্য আসনের তফসিল নিয়ে যা জানাল ইসি


১৩ ডিসেম্বর ২০২২ ০৭:১৫

বিএনপির পদত্যাগী সংসদ সদস্যদের আসনে আগামী বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

তিনি জানান, আগামী ৫০ দিনের মধ্যে এসব আসনে ভোট হতে পারে। যদিও সংবিধানে ৯০দিন সময় দেওয়া আছে।

সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, রোববার বিএনপির ছয়জন সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার। ওইদিনই তাদের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।

ওইসব আসনে নির্বাচনের বিষয়ে মো. আলমগীর জানান, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয় পেয়েছে।

আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়মের বিষয়ে তিনি বলেন, সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা বলা আছে। তবে আমরা খুব তাড়াতাড়িই তফসিল দেব। মিনিমাম সময় যেটা দিতে হয়, সেটি দেব। আমরা ৯০ দিন অপেক্ষা করব না।

জাতীয় নির্বাচনের আগে সাতজন সংসদ সদস্যের পদত্যাগ করায় বাড়তি চাপ সৃষ্টি করছে কি না- এমন প্রশ্নে নির্বাচন কমিশনার বলেন, আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা মাঠ ও গ্যালারি প্রস্তুত রাখব, প্লেয়াররা সেখানে খেলতে আসবেন। আমরা শুধু রেফারির কাজ করব। আমাদের চাপের কিছু নেই।

আইকে