ঢাকা শুক্রবার, ৪ঠা জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের চিঠি এখনো পাননি স্পিকার


১১ ডিসেম্বর ২০২২ ০২:৫৭

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, ‘বিএনপির সংসদ সদস্যদের কোনো চিঠি আমার কাছে আসেনি। আমি কোনো চিঠি পাইনি।’

এর আগে আজ শনিবার দুপুরে গোলাপবাগের সমাবেশে বিএনপির সাতজন সংসদ সদস্য একযোগে পদত্যাগ করার ঘোষণা দেন।

এ প্রসঙ্গে স্পিকার বলেন, ‘কোথায় বলেছেন বলতে পারি না। আজ তো অফিস বন্ধ।

জানা গেছে, সংসদ সদস্যদের পদত্যাগের সিদ্ধান্ত আরো কিছু দিন পর আসার কথা ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে দলটি সরকারের দমনপীড়নের প্রতিবাদ হিসেবে পদত্যাগের সিদ্ধান্ত নিতে আর দেরি করেনি তারা। জানান এক সিনিয়র নেতা।

আইকে