ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


ফুলছড়িতে শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলামের স্মরণ সভা


১১ ডিসেম্বর ২০২২ ০২:৩৮

গাইবান্ধার ফুলছড়িতে প্রয়াত শিক্ষক আলহাজ্ব নজরুল ইসলামের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাবেক প্রধান শিক্ষক ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও এম এম কিন্টার গার্টেন স্কুল ফুলছড়ি গাইবান্ধার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব নজরুল ইসলামের স্মরণে শুক্রবার ৯ ডিসেম্বর বিকেল ৩ টায় এম এম কিন্টার গার্টেন স্কুল ফুলছড়ির আয়োজনে এম এম কিন্টার গার্টেন স্কুল ফুলছড়ি মাঠে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এম এম কিন্টার গার্টেন স্কুল ফুলছড়ির পরিচালনা কমিটির সভাপতি,মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মাদ খুরশীদ আলম সরকার,মাননীয় বিচারপতি,বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন,আলহাজ্ব ডাঃ মোঃনজরুল ইসলাম,সাবেক উপ-পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা,কাওছার আলী অফিসার ইনচার্জ ফুলছড়ি থানা,মোঃ খোরশেদ আলী খান চেয়ারম্যান ৪ নং গজারীয়া ইউনিয়ন পরিষদ,আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন,সাবেক সহকারি শিক্ষক ফুলছরি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,আলহাজ্ব মোঃ এন্তাজ আলী,সাবেক সহকারি শিক্ষক ফুলছরি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,আলহাজ্ব মোঃ আজাহার আলী,সাবেক সহকারি শিক্ষক ফুলছরি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম,সাবেক সহকারি শিক্ষক ফুলছরি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়,মোঃ তাজুল ইসলাম,সহকারী শিক্ষক ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ফারজানার রাব্বী বুবলি,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ফুলছড়ি উপজেলা শাখা।

এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন,মোঃ রেজাউল করিম উপ-পরিচালক আধুনিক ধান গবেষণা প্রকল্প ঢাকা,হাবিবুর রহমান সভাপতি,বাংলাদেশ আওয়ামী যুবলীগ ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফুলছড়ি,জিহাদুর রহমান মাওলা ইউপি সদস্য গজারিয়া ইউনিয়ন পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গজারিয়া ইউনিয়ন শাখা,মাওলানা সিরাজুল ইসলাম অধ্যক্ষ ফুলছড়ি সিনিয়র মাদ্রাসা,প্রয়াত নজরুল ইসলাম স্যারের ছেলে মইনুল ইসলাম কুইট,মেয়ে জান্নাতুল নাইমা,এম এম কিন্টার গার্টেন স্কুল ফুলছড়ি সহ আরো অনেকে।

স্মরণ সভায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা মোঃ আব্দুল আকন্দ,এম এম কিন্ডার গার্টেন স্কুল ফুলছড়ি ও গীতা পাঠ করেন মল্লিকা রানী সেন,শিক্ষিকা এম এম কিন্ডার গার্টেন স্কুল ফুলছড়ি।স্বাগত বক্তব্য রাখেন এম এম কিন্ডারগার্ডেন স্কুলের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান।

শোক সভায় বক্তরা বলেন,আমাদের শ্রদ্ধেয় স্যার একজন মানবতাবাদী শিক্ষক ছিলেন।নিরহংকার, নির্লোভ ব্যক্তিত্বের অধিকারী ও প্রতিভা ছিল তার মধ্যে প্রবল। যোগ্যতা ও প্রচন্ড শিক্ষানুরাগী ফুলছরি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও এম এম কিন্টার গার্টেন স্কুল ফুলছড়ির মতো বড় মাপের বিদ্যাপিঠে প্রধান শিক্ষক ছিলেন। আজ তিনি আমাদের মাঝে নেই। কিন্তু শিক্ষা নিয়ে তার যে প্রেরনা সেটি ভবিষ্যত প্রজন্মের জন্য অনুপ্রেরণা যোগাবে।

উল্লেখ্য,স্মরণ সভার সঞ্চালনা করেন সুজিত কুমার রায় ও আকবর হোসেন,শিক্ষক এম এম কিন্ডার গার্টেন স্কুল ফুলছড়ি।

শেষে,প্রয়াত আলহাজ্ব নজরুল ইসলাম সরকারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন,কারী মাওলানা মোঃ আমিনুল ইসলাম পেশ ইমাম ফুলছড়ি জামে মসজিদ। পরে উপস্থিত অত্র স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ ও উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।