ঢাকা রবিবার, ১৯শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


পুলিশের ওপর রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলি, নিহত ২


১০ ডিসেম্বর ২০২২ ২৩:২৫

কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশের (এপিবিএন) ওপর গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ সময় পুলিশের পাল্টা গুলিতে দুই রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার বালুখালী-৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি-৪০ ব্লকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রের অংশ বিশেষ, চার রাউন্ড তাজা কার্তুজ, একটি ছোরা, ১১ রাউন্ড গুলি, ও চারটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট এর বি-২৪ ব্লকের বাসিন্দা মৃত মোহাম্মদ নুর ওরফে ইউনুসের ছেলে সলিম উল্লাহ (৩৩) ও একই ক্যাম্পের মোহাম্মদ জুবায়ের (২৮)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রাতে ৮-ইস্ট ক্যাম্পের হেডমাঝি মোহাম্মদ রফিকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। খবর পেয়ে আইনশৃঙ্খলায় নিয়োজিত আর্মড পুলিশের সদস্যরা সেখানে গেলে রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালিয়ে যেতে থাকে। পরে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়।

আইকে