ঢাকা শনিবার, ৫ই জুলাই ২০২৫, ২১শে আষাঢ় ১৪৩২


তুলির আঁচড়ে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর


৯ ডিসেম্বর ২০২২ ০০:৪৩

আমরা যুদ্ধ চাই না, বাংলাদেশ সব সময় শান্তির পক্ষে। মহামারি ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ মানুষকে কষ্ট দিচ্ছে উল্লেখ করে শিল্পীদের তুলির আঁচড়ে যুদ্ধের ভয়বহতা তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ১৯তম এশিয় চারুকলা প্রদর্শনী ২০২২-এ গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে উদ্বোধনের ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, এ ধরনের যুদ্ধ যাতে না হয় সে বিষয়ে ভূমিকা রাখবেন শিল্পীরা। এই চারুকলা প্রদর্শনীর মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন সূচিত হয়েছে।

৮ জানুয়ারি থেকে শুরু হওয়া মাসব্যাপী এই প্রদর্শনী শেষ হবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত।

এবারের আয়োজনে ১১৪টি দেশের শিল্পীরা অংশ নিয়েছেন। এরমধ্যে বিভিন্ন দেশের বিজয়ী শিল্পীদের পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আইকে