ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


আরামবাগ মাঠে নয়, সড়কে মৌখিক অনুমতি চেয়েছে বিএনপি: ডিসি


৭ ডিসেম্বর ২০২২ ০২:১৮

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি পেলেও নারাজ দলটি। সিনিয়র নেতাদের পক্ষ থেকে বার বার পল্টনের কথা বললেও বিকল্প হিসেবে মৌখিকভাবে আরামবাগে সমাবেশ করার অনুমতি চেয়েছে বিএনপি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান এসব কথা জানান।

তিনি বলেন, বিএনপি আমাদের কাছে আরামবাগে সমাবেশের জন্য মৌখিকভাবে অনুমতি চেয়েছে। তবে আরামবাগে বড় কোনো মাঠ নেই। তারা আরামবাগের সড়কেই অনুমতি চেয়েছে। আমরা সড়কে কোনো সমাবেশের অনুমতি দেবো না।

এর আগে সোমবার (৫ ডিসেম্বর) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, রাজধানীতে মাঠ ছাড়া রাস্তাঘাটে সমাবেশ করার অনুমতি বিএনপি পাবে না। সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনো স্থানের নাম বিএনপি এখনো প্রস্তাব করেনি।

আইকে