ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


সশস্ত্র বাহিনীর ৩ কর্মকর্তার রদবদল


৫ ডিসেম্বর ২০২২ ১১:০৬

সশস্ত্র বাহিনীর তিন কর্মকর্তাকে প্রেষণে বদলি ও পদায়নের জন্য তাদের চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হয়েছে।

রোববার জনপ্রশাসনের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অবিলম্বে এসব আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হককে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে, ব্রিগেডিয়ার জেনারেল এএসএম বাহাউদ্দিনকে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল হিসেবে পদায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস-আইডিইএ (দ্বিতীয় পর্যায়) শীর্ষক প্রকল্পের সিগন্যালস উপপ্রকল্প পরিচালক (ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন) মেজর মাহবুবুল হককে প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আইকে