ঢাকা মঙ্গলবার, ২১শে মে ২০২৪, ৮ই জ্যৈষ্ঠ ১৪৩১


মানুষের সেবায় আত্মনিয়োগের আহ্বান রওশন এরশাদের


৫ ডিসেম্বর ২০২২ ০০:০৫

পার্টি শক্তিশালী করতে পল্লীবন্ধুর আদর্শ মেনে গ্রামবাংলার মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

তিনি বলেন, ‘তোমাদের মনে রাখতে হবে গ্রামের মানুষের কল্যাণের জন্যই এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আমাদের মধ্যে নেই কিন্তু আল্লাহর অশেষ রহমতে পার্টির লাখ লাখ নেতাকর্মীর মধ্যে পল্লীবন্ধু এরশাদ ও তার আদর্শ বেঁচে আছেন।’

গতকাল শনিবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনে তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও জাতীয় পার্টিতে যোগ দিতে আসা নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির সরকারের সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন, রাষ্ট্রপতির সাবেক ছাত্র ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা রফিকুল হক হাফিজ, সাবেক সচিব ড. রফিকুল ইসলাম মাহমুদ, বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা-বাইসসের সিনিয়র সহ-সভাপতি হাসান রকীব আজাদ ও বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা-বাইসসের মহাসচিব এম সাইফুল ইসলাম মোয়াজ্জেমের নেতৃত্বে মানিকগঞ্জ বিকল্পধারা ও বিভিন্নস্তরের অর্ধশতাধিক জনপ্রতিনিধি বিরোধী দলীয় নেতার হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

এ সময় উপস্থিত ছিলেন- এরশাদের ছেলে ও রংপুর ৩ আসনের এমপি রাহগির আল মাহি সাদ এরশাদ, পার্টির সিনিয়র নেতা ও সাবেক প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলম, বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, সাবেক এমপি এমএ গোফরান, জাতীয় পার্টি ও প্রধান পৃষ্ঠপোষকের মুখপাত্র কাজী মামুনূর রশীদ, সাবেক প্রেসিডিয়াম সদস্য ফখরুজ্জামান জাহাঙ্গীর, পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, পার্টির সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, জাপা নেতা মিজানুর রহমান দুলাল প্রমুখ।

সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন বলেন, ‘নিজ ঘরে (জাতীয় পার্টি) ফিরে এসে স্বাচ্ছন্দ্য বোধ করছি। বার বার ভুল ও অভিমানে ক্ষতিগ্রস্ত হয়েছি। এবার আর ভুল করতে চাই না। বাবাকে (হুসেইন মুহম্মদ এরশাদ) হারিয়ে মায়ের (রওশন এরশাদ) পাশে এসে দাঁড়িয়েছি, আশাকরি পার্টি শক্তিশালী হবে, ইনশাল্লাহ।’

সাবেক রাষ্ট্রপতির ছাত্র ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা ও নতুনবাংলা ছাত্র সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল হক হাফিজ বলেন, ‘যে উৎসাহ উদ্দীপনা নিয়ে আজ আমরা একত্রিত হয়েছি, তা কাজে লাগাতে হবে। পার্টিতে কোনো বিভেদ বিভ্রান্তি বা দ্বন্দ্ব সৃষ্টি করা যাবে না।’

রওশন এরশাদকে ইঙ্গিত করে হাফিজ আরও বলেন, ‘আপনি যদি শক্ত থাকেন তাহলে যে টিম আজ আপনার পাশে আছে, তারাই পার্টিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে ইনশাল্লাহ।’

আইকে