ঢাকা রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২২শে আষাঢ় ১৪৩২


দেশে ডলার সংকট নয়, ঘাটতি আছে : পরিকল্পনামন্ত্রী


৪ ডিসেম্বর ২০২২ ০৩:২১

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সারাবিশ্বের মতো বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে দেশের মূল্যস্ফীতি ভালো আছে। কিন্তু টাকা থাকলেই অপচয় করা যাবে না। দেশে ডলার সংকট নয়, ঘাটতি আছে। আগামী বছরের মার্চ-এপ্রিলে দেশে ডলারের ঘাটতি আর থাকবে না।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর সভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদার রেজা চৌধুরী প্রমুখ।

আইকে