ঢাকা রবিবার, ৬ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


৪ ডিসেম্বর থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ


১ ডিসেম্বর ২০২২ ০২:৫০

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের কাজ দ্রুতগতিতে শেষ করতে ৪ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল।

ঢাকা থেকে গেন্ডারিয়া অংশে ৩টি পৃথক রেল লাইন নির্মাণের জন্যই বন্ধ রাখা হচ্ছে এই অংশের ট্রেন চলাচল।

বুধবার রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

দ্রুত কাজ শেষ করে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান শরিফুল আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী সাধারণের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়।

নতুনসময়/আইকে