ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


প্রধানমন্ত্রীর সফরে মোতায়েন থাকবে সাড়ে ৭ হাজার পুলিশ : সিএমপি কমিশনার


৩০ নভেম্বর ২০২২ ১১:১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম সফরকে ঘিরে বিশেষ পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে নগরজুড়ে মোতায়েন থাকবে সাড়ে সাত হাজার পুলিশ। প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাজানো হয়েছে নিরাপত্তা পরিকল্পনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সমাবেশস্থল পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন করে এ তথ্য জানান সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।

এ সময় সিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা সমন্বয় করে স্পেশাল সিকিউরিটি ফোর্স। তাদের তত্ত্বাবধানে এবং পরামর্শক্রমে পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে। এসএসএফ, পিজিএফ, সাদা পোশাকের পুলিশ, ইউনিফর্মের পুলিশ, গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন। নিরাপত্তায় আর্চওয়ে, ক্লোজ সার্কিট ক্যামেরা, ড্রোনসহ প্রযুক্তিগত সকল কিছু যুক্ত থাকবে। প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা নিরাপত্তা পরিকল্পনা নিচ্ছি। শুধু পলোগ্রাউন্ডেই পুলিশ থাকবে না, পুরো শহর একটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হবে।

কমিশনার আরও বলেন, যারা গাড়ি ও মিছিল নিয়ে জনসভায় আসবেন, তারা কোথায় গাড়ি থেকে নামবেন, মিছিল কোথায় থামবে-সেটি আমরা জানিয়ে দেবো।

নতুনসময়/আইকে