ঢাকা শুক্রবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৫, ৪ঠা আশ্বিন ১৪৩২


বাংলাদেশ এখন আর খাদ্য ঘাটতির দেশ নয়: কৃষিমন্ত্রী


২৮ নভেম্বর ২০২২ ০২:৩৬

বাংলাদেশ এখন আর খাদ্য ঘাটতির দেশ নয়। নেপাল ও শ্রীলঙ্কার মতো দেশে এখন খাদ্য রফতানি করছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবি ভবনে যুবরত্ন পদক বিতরন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন ।

এ সময় কৃষিমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, যারা ভিক্ষার মনোবৃত্তি নিয়ে দেশ পরিচালনা করেছে, তাদের দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। শেখ হাসিনা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে বলেও দাবি করেন তিনি।

নতুনসময়/আইকে