ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৩শে আষাঢ় ১৪৩২


ট্যাক্স সফলতার জন্য প্রক্রিয়া সংস্কার প্রয়োজন: পরিকল্পনামন্ত্রী


২৭ নভেম্বর ২০২২ ০৫:২৫

ট্যাক্স সফলতার জন্য প্রক্রিয়া সংস্কার জরুরি বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে জনগণের দূরুত্ব কমিয়ে আনতে হবে।

শনিবার (২৬ নভেম্বর) সকালে ইন্টারন্যাশনাল জিনেস ফোরাম আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, জনবল নিয়োগেও পরিবর্তন আনা দরকার। কেবল ছয় মাস প্রশিক্ষণ দিয়ে কাউকে দক্ষ করা কঠিন।

এত আলোচকরা বলেন, কালো টাকা সাদা করার সুযোগ আর্থিক ব্যবস্থাপনার কলঙ্ক। অর্জিত ট্যাক্সের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করারও জোর দিয়েছেন তারা। ট্যাক্স দাতারা যেন গর্ব করে, তেমন সুবিধা চালু করতে হবে বলে জানান আলোচকরা। তাহলে মানুষ ট্যাক্স দিতে উদ্বুদ্ধ হবে মত দেন।

আলোচনায় জানানো হয়, শতকরা ৯৫ ভাগ ট্যাক্স বিভিন্ন প্রক্রিয়ায় নিজ থেকেই আসে। বাকি ৫ শতাংশ এনবিআরের সফলতা। এ অবস্থা দূর করে ট্যাক্সের পরিধি বাড়িয়ে প্রক্রিয়া সহজ করায় জোর দিয়েছেন আলোচকরা।

নতুনসময়/আইকে