ঢাকা মঙ্গলবার, ২৮শে নভেম্বর ২০২৩, ১৫ই অগ্রহায়ণ ১৪৩০


আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী


২৫ নভেম্বর ২০২২ ০৬:০১

আগামী নির্বাচনে নৌকা মার্কার জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোরের শামস-উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ অয়োজিত সমাবেশে ভোট চান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা জনগণের কাজ করা সুযোগ দিয়েছেন। আগামী নির্বাচনে আমি আপনাদের কাছে ওয়াদা চাই, আগামী নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সেবা করার সুযোগ দেবেন কিনা? আপনারা হাত তুলে ওয়াদা করেন।

এসময় উপস্থিত নেতা-কর্মীরা উচ্চস্বরে সমর্থন জানিয়ে স্লোগান দেয়।

নতুনসময়/আইকে