ঢাকা বৃহঃস্পতিবার, ১৩ই নভেম্বর ২০২৫, ৩০শে কার্তিক ১৪৩২


দেশের অর্থনীতি নিরাপদে: প্রধানমন্ত্রী


২৫ নভেম্বর ২০২২ ০২:০৯

করোনা মহামারি এবং পরবর্তী সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী যে মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে উত্তরণে সরকার যথেষ্ট সজাগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, মন্দা থেকে যেন উত্তরণ ঘটাতে সরকার সজাগ রয়েছে।

এছাড়া দেশের অর্থনীতি এখনো গতিশীল ওনিরাপদ রয়েছে বলেও জানান সরকার প্রধান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোরে বাংলাদেশ বিমান বাহিনী বিএএফ একাডেমিতে কুচকাওয়াজে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

নতুনসময়/আইকে