ঢাকা বৃহঃস্পতিবার, ১৩ই নভেম্বর ২০২৫, ৩০শে কার্তিক ১৪৩২


বিমান বাহিনী যেকোনো সময়ের চেয়ে এখন বেশি শক্তিশালী: প্রধানমন্ত্রী


২৪ নভেম্বর ২০২২ ২৩:৫৬

আজকের বিমান বাহিনী অবকাঠামো, রণকৌশল ও প্রযুক্তির দিক থেকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, আধুনিক ও চৌকস বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) যশোরে বিমান বাহিনী একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে দেয়া বক্তব্যে এ কথা জানান প্রধানমন্ত্রী।

এর আগে পরিদর্শন করেন প্রশিক্ষণ সমাপনী প্যারেড ও ফ্লাইং পাস্ট।

সকাল সাড়ে ১০টার দিকে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটিতে বার্ষিক এ কুচকাওয়াজ শুরু হয়।

বিমান বাহিনী আগের চেয়ে শক্তিশালী হওয়ায় দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র হয়েছে বলে এ সময় উল্লেখ করেন সরকার প্রধান। বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। অর্থনীতিও গতিশীল আছে।

আজ দুপুর ২টায় যশোরের শামস উল হুদা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন শেখ হাসিনা।

নতুনসময়/আইকে