ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে: রাষ্ট্রপতি


২৪ নভেম্বর ২০২২ ০২:০২

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। আন্তর্জাতিক অর্থনৈতিক সম্প্রদায়ের সঙ্গে সক্রিয় অংশীদার হতে সুনির্দিষ্ট ও সমন্বিত কর্মসূচি নিয়েছে সরকার।

মঙ্গলবার ন্যাশনাল ডিফেন্স কোর্স এনডিসি ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স এএফডব্লিউসির গ্র্যাজুয়েটরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

এশিয়া, আফ্রিকা ও ইউরোপসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের ১৭টি দেশের ৩২ নাগরিক এসব কোর্সে অংশ নেন।

নতুনসময়/আইকে