প্রকৃতি ও পরিবেশ রক্ষা করে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকৃতি ও পরিবেশ রক্ষা করে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্পের মেয়াদ বার বার বৃদ্ধি না করারও নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদ- একনেক সভায় তিনি এই নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের একনেক সভায় ৪ হাজার ৮২৬ কোটি টাকা ব্যয়ে মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা মন্ত্রী জানান, চলতি মাসে মূল্যস্ফীতি কমবে। সাথে বাড়বে রিজার্ভের পরিমাণ।
নতুনসময়/আইকে