জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা: স্বারাষ্ট্রমন্ত্রী

আদালত প্রাঙ্গণ থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় কারও গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রোববার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনার পরই আদালত প্রাঙ্গণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ সব জায়গায় তল্লাশি করছে। আশা করি শিগগিরই তারা ধরা পড়বে। এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। তদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
উল্লেখ্য, আজ দুপুরে ঢাকার জজ আদালতের সামনে থেকে দুটি মোটরসাইকেলে করে চারজন লোক এসে পুলিশের চোখে স্প্রে করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। তারা প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
নতুনসময়/আইকে