আ.লীগ বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছে : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করেছে।
শুক্রবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ কলেজে ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ৫০ বছর আগে মানুষের মৌলিক অধিকারের বিষয়টি অনুধাবন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ জন্য তিনি পাঁচটি মৌলিক অধিকার সংবিধানে লিপিবদ্ধ করেন। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের মানুষকে সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন, আয়োজক আল বাশার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ডা. আহমেদ তাহের হামিদ এবং তার ছেলে সালমান।
নতুনসময়/আইকে