ঢাকা সোমবার, ৭ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম আশঙ্কা নেই: ডব্লিউএফপি


১৮ নভেম্বর ২০২২ ০৬:০২

‘বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম আশঙ্কা নেই’ বলে জানিয়েছেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর ডোমেইনিকো স্কালপেলি।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে কৃষিমন্ত্রী এ তথ্য জানান।

কৃষিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ডোমেইনিকো স্কালপেলি আমাকে জানিয়েছেন, তাদের কাছে তথ্য আছে কোনোক্রমেই বাংলাদেশে খাদ্য সংকট বা দুর্ভিক্ষ হওয়ার সামান্যতম সম্ভাবনা নেই।

তিনি বলেন, বিষয়টি রাজনৈতিক ইস্যু হওয়ায় ডোমেইনিকো স্কালপেলি এটা নিয়ে সরাসরি কথা বলবেন না। তবে আমি জানতে চেয়েছিলাম, রেফারেন্স ব্যবহার করতে পারবো কি না। তিনি সম্মতি দিয়েছেন।

আব্দুর রাজ্জাক বলেন, স্বাধীনতার পর থেকেই আমাদের খাদ্য নিরাপত্তার জন্য ডব্লিউএফপি সহযোগিতা করছে।

তিনি বলেন, ডব্লিউএফপির প্রতিনিধি দল আমার সাথে দেখা করতে এসেছিলেন। অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

আগামী ৭ দিনে দেশে শীতের সবজি ভরে যাবে উল্লেখ্য করে কৃষিমন্ত্রী বলেন, তখন এগুলো কেনার মানুষ পাওয়া যাবে না। কয়েক দিনেই দাম অর্ধেক হয়ে গেছে।

নতুনসময়/আইকে