ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


আ.লীগ সম্পর্কে ‘মিথ্যা মিথ্যা খবর’ দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ


১৬ নভেম্বর ২০২২ ০২:৩৫

দেশের গণমাধ্যমকর্মীদের আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, আমাদের (আওয়ামী লীগ) সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকবেন, এটা আমার অনুরোধ।

মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯ তম সভা শেষে সাংবাদিকদের প্রতি এ অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, একটা উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে ওখানে ছোটখাটো একটা ঘটনা ঘটলেও পরবর্তীতে সম্মেলন সুন্দরভাবে শেষ হয়েছিল। সকালে পত্র-পত্রিকায় একজেনর মৃত্যুর খবর ছাপা হয়। সম্মেলনের আশপাশে কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি বলেও দাবি করেন সেতুমন্ত্রী।

নতুনসময়/আইকে