ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রগতি কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী


১৫ নভেম্বর ২০২২ ২৩:৩৯

বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রগতি কেউ থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই সাথে ঐক্যবদ্ধভাবে বিশ্ব মন্দার প্রভাব মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

রাজধানীর মিরপুরে আয়োজিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন শেখ হাসিনা।

তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণে আধুনিক যন্ত্রপাতি যোগ হয়েছে।

প্রশিক্ষিত ফায়ার ফাইটার বাহিনী গড়ে তোলা সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের আজীবন রেশন দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

এ বছর বীরত্বপূর্ণ অবদানের জন্য ৪ ক্যাটাগরিতে ৪৫ জন ফায়ার ফাইটারকে পদক দেয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ পদক তুলে দেন।

নতুনসময়/আইকে