ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৪শে আষাঢ় ১৪৩২


বাংলাদেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন প্রত্যাশা করছি: জাপানের রাষ্ট্রদূত


১৫ নভেম্বর ২০২২ ০২:৪৫

বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে জাপান। এমনটিই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। পরবর্তী নির্বাচন আরও ভালো হবে বলে আশাবাদী তিনি।

সোমবার রাজধানীর এক হোটেলে মিট দ্য অ্যাম্বেসেডর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এসময় মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে পুরোদমে রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব নয় উল্লেখ করে ইতো নাওকি বলেন, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন একটি বড় চ্যালেঞ্জ। তবে এ নিয়ে কাজ চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আমরা আশাবাদী বাংলাদেশের জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। যেকোনো দেশেই সুষ্ঠু নির্বাচন হোক এটিই প্রত্যাশা জাপান দূতাবাসের।

নতুনসময়/আইকে